অধ্যক্ষের বাণী
রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন মচমইল ডিগ্রী কলেজ একটি গৌরবদীপ্ত ও আলোকোজ্জ্বল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান । এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মেধা, মনন, সহনশীলতা, সৃজনশীলতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমের চেতনায় সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার । ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর আত্মবিকাশই আমাদের প্রচেষ্টা। কেবল অর্থনৈতিক উন্নতিই মানুষকে সুখ-শান্তি বা স্বস্তি দিতে পারে না। এজন্য প্রয়োজন ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে মানবিক গুণাবলি অর্জন করা। এ কলেজের শিক্ষার্থীরা জ্ঞান ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয়ে নিবেদিত হবে বলে আমার বিশ্বাস।
আমি বিশ্বাস করি বিজ্ঞানমণস্কতা, মুক্তচিন্তা, ন্যায়বোধ, মানবিকতা, উদারতা, সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিজ্ঞান-প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি, অবাধ তথ্যপ্রবাহ এবং বিশ্বায়নের যুগে চরম ভোগবাদী মানসিকতা পরিহার করে সৃজনশীল মুক্ত জ্ঞানচর্চার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নৈতিক সংকট থেকে উত্তরনের পথ সন্ধান করবে এবং শোষণমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখবে।অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
এম.এম আবুল কালাম আযাদ
মচমইল ডিগ্রী কলেজ বাগমারা, রাজশাহী
উপাধ্যক্ষ মহোদয়

-
উপাধ্যক্ষ
মচমইল ডিগ্রী কলেজ বাগমারা, রাজশাহী
জরুরি হটলাইন

