শিক্ষা-মেধা –মনন উৎকর্ষের প্রাণকেন্দ্র
গ্রামীন জনপদে উচ্চ শিক্ষা বঞ্চিত জনগোষ্ঠিকে শিক্ষার আলোয় আলোকিত করবার অভিপ্রায়ে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিশেষ করে কলেজের প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ স্বর্গীয় বাবু রাখাল চন্দ্র দাশ এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব খন্দকার সোহরাব হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৮৭ সালে মচমইল ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা লাভ করে। কলেজ প্রতিষ্ঠায় এলাকার ৫০ জন শিক্ষানুরাগী ও বিদ্যোৎসাহী ব্যক্তি ৪১৮ শতক জমি এককালীন দান করেন। শুরুতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে শুধু মানবিক ও বানিজ্য বিভাগে পাঠদান করা হতো। পরবর্তীতে ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান বিভাগ এবং ১৯৯৭ সালে স্নাতক ( পাস ) কোর্স মঞ্জুরী লাভ করে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এবং স্নাতক ( পাস ) শ্রেণিতে বি.এ, বি.এস.এস, বি.বি.এস এবং বি.এসসি কোর্স চালু রয়েছে। ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পরীক্ষা কেন্দ্র এবং ২০১৫ সালে ডিগ্রী পাস ও সার্টিফিকেট পরীক্ষার পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে।
নানাবিধ প্রতিকুলতার মধ্যেও যে স্বপ্ন নিয়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল তা এখন ফলবাহী মহীরূহে পরিণত হয়ে শিক্ষা ও জ্ঞান বিস্তারে অনন্য ভুমিকা রেখে চলেছে। কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বরাবরই বাগমারা উপজেলার শ্রেষ্ঠ কলেজের সুনাম অর্জন করে চলেছে।
কলেজের সুদক্ষ পরিচালনা পরিষদ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষক মন্ডলী এবং কর্মচারী বৃন্দ মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অধ্যক্ষ মহোদয়

এম.এম আবুল কালাম আযাদ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মচমইল ডিগ্রী কলেজ, বাগমারা, রাজশাহী
উপাধ্যক্ষ মহোদয়

-
উপাধ্যক্ষ
মচমইল ডিগ্রী কলেজ বাগমারা, রাজশাহী
জরুরি হটলাইন

